আরও একবার শিরোপার স্বপ্ন ভঙ্গ নিউজিল্যান্ডের। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে হারল কিউইরা। রোববার দুবাইয়ে হাইভোল্টেজ ফাইনালে ৪ উইকেটে হারায় ভারত। এ জয়ের মধ্য দিয়ে এক বছরের কম সময়ে দুটি আইসিসির বড় ট্রফি জিতলো ভারত।
নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ২৫৪ রান তোলে ভারত।
এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউইরা। এ দিন দারুণ শুরুর পর হঠাৎ ছন্দ পতন কিউইদের । দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তারা উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র ৫৭ রান তোলে। কিন্তু এরপর ভারতের স্পিন আক্রমনের পরেই কিউইদের ছন্দ পতন। দলীয় ৭৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
ওপেনার উইল ইয়াং ১৫ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর ইনিংসের ১০ ওভারে দলীয় ৬৯ রানের মাথায় রাচিন ৩৭ রানে বোল্ড। এদিন ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদবের বলে মাত্র ১১ রান করে সহজ ক্যাচ তুলে দেন সেরা ব্যাটার কেন উইলিয়ামসন।
এরপর টম লাথামকে সঙ্গে নিয়ে ড্যারিল মিচেল দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ভালো শুরুর পর লাথাম মাত্র ১৪ রান করে জাদেজার বলে এলবিডাব্লিউ। ২৩.২ ওভারে চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ১০৮ রান। এরপর গ্লেন ফিলিপ্সের ব্যাট থেকে আসে ৩৪ রান।
তবে দলের বিপদে ড্যারিল মিচেলের সঙ্গে শক্ত জুটি গড়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন মাইকেল ব্রেসওয়েল। দুজনেই ফিফটি তুলে নেন। কিন্তু এরপর মার্চের তখন ব্যক্তিগত ৬৩ রান করে মোহাম্মদ সামির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন যখন নিউজিল্যান্ডের রান তখন ৪৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১। শেষ দিকে দলকে একাই এয়ে নেন মাইকেল ব্রেসওয়েল।
তিনি শেষ পর্যন্ত ৪০ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে তারা থামে ২৫১ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।