আজ সোমবার (১০ মার্চ) থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশ গ্রহণের কথা ছিল। সেই দলের হয়ে খেলতে গতকাল ভারত গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত এই আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ টাইগার্সের।
এই আসরকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ টাইগার্স। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল বুধবার দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা।