বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবার চুক্তিতে মোট ২২ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
নতুন চুক্তিতে সবচেয়ে বড় চমক হলো সাকিব আল হাসানের অনুপস্থিতি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। অন্যদিকে, মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে, আর মাহমুদউল্লাহ রিয়াদ অনুরোধের ভিত্তিতে ফেব্রুয়ারির পর আর চুক্তিতে থাকবেন না।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা।
এরপর ‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম (যিনি মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামবেন)। এই ক্যাটাগরির বেতন ৮ লাখ টাকা।
এরপর ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ (ফেব্রুয়ারির পর চুক্তির বাইরে যাবেন), মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের বেতন ধরা হয়েছে ৬ লাখ টাকা।
অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরিতে ৪ লাখ টাকা বেতনের আওতাভুক্ত ক্রিকেটাররা হচ্ছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী।
আর ‘ডি’ ক্যাটাগরিতে ২ লাখ টাকা বেতনের আওতাধীন আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে বেশ কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছেন। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে জাতীয় দলে তাদের গুরুত্ব বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখার এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।