সাফল্য পেতে নতুন আঙ্গিকে দল গড়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। আসন্ন ২০২৫ আইপিএল সামনে রেখে দলটি তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
বাঁ-হাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার ২০১৯ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। সেই তাকেই এবার ঋষভ পান্তের বিকল্প হিসেবে বেছে নিয়েছে দলটি। এর আগে নিলামের আগে পান্তকে ছেড়ে দেয় দিল্লি। পরে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভেড়ায় লখনউ সুপার জায়ান্টস।
দিল্লির অধিনায়ক হয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়া আমার জন্য পরম সম্মানের, এবং আমার ওপর আস্থা রাখার জন্য আমি আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞ। ক্যাপিটালস-এ থাকাকালীন আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং ভবিষ্যতে এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি।’
উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ২৪ মার্চ মাঠে নামবে দিল্লি। যেখানে দলটির প্রতিপক্ষ হবে লখনউ।