রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়

মো: আকাশ খান, খেলাধুলা ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সেরা ছয়ে থাকতে পারেনি বাংলাদেশ। যে কারণে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

গতকাল শুক্রবার সেই বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি। এ পর্বে অংশগ্রহণ করবে ৬টি দল। এর মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলছে নারী চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে রেংকিং এগিয়ে থাকায়।

৯ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ১৫ ম্যাচের এ বাছাইপর্বের সবগুলো খেলাই হবে পাকিস্তানের লাহোরের দুটি স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড।

বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিপক্ষে। নিগার সুলতানাদের বাকি ম্যাচগুলো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১৩, ১৫, ১৭ ও ১৯ এপ্রিল।

দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচ বেলা আড়াইটায়। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। রবিন লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল যাবে টুর্নামেন্টের মূল পর্বে।

উল্লেখ্য, বিশ্বকাপের মূল পর্বে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir