রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

শাহজাদপুরে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন


সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড় ব্যবসায়ী ও বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ও পৌর যুবদল।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। তারা বলেন, “হত্যাকাণ্ডের দুই মাস অতিক্রম হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি-এটি অত্যন্ত দুঃখজনক।”

তারা আরও জানান, গত ১৮ এপ্রিল পৌর শহরের রামবাড়ি মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রোশন (রোশনাই), নিহত বিপুলের বড় ভাই হাজী নুরুজ্জামান, মেজ ভাই মকবুল, নিহতের ছেলে আরমান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ফজলু, রবু, ছালামসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir