রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ইয়াছিন আরাফাত (মির্জা),নোয়াখালী প্রতিনিধিঃ / ৩১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বসতঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সোনাপুর ইউনিয়নে কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজি বাড়িতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন।

নিহত সেতারা বেগম ওই বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা।

স্থানীয়রা জানান, সেতারা তাঁর এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ছেলের সঙ্গে বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন আগে ছেলেরা চলে গেলেও তিনি বাড়িতে থেকে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। গত কাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের জানালা দিয়ে ভেতরে গিয়ে তাঁর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরে লোকজন দেখতে পান টিনশেড ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগমকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় হয়তো চোর ঢুকেছিল। চোরকে চিনে ফেলায় ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।   

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পুলিশের ক্রাইম ইউনিট ও সিআইডির সদস্যরা কাজ শেষ করলে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir