রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নাটোর প্রতিনিধি: / ২২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

‘প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব, পারভীন পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক সোহেল রানা, গণমাধ্যম কর্মী নাসিম উদ্দিন নাসিম প্রমুখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান স্বাগত বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠির অংশগ্রহন প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরী করা। সভায় মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। এরআগে কালেক্টরেট ভবন চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir