রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

নাটোর জেলা লিগ্যাল এইড কার্যালয়ের প্রচারণা সভা

নাটোর প্রতিনিধি: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

জেলা লীগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের পরিধি বৃদ্ধিতে নাটোরে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহাগ তালুকদার।
সভায় জেলা ও দায়রা জজ সোহাগ তালুকদার বলেন, দেশের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠার জন্যে দেশের সকল জনগোষ্ঠির আইনগত সহায়তা প্রাপ্তি প্রয়োজন। জেলা লীগ্যাল এইড কার্যালয় অসহায় মানুষের আইনী সহায়তা প্রাপ্তির আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি বৃদ্ধির জন্যে তৎপরতা অব্যাহত থাকবে। তবে এই কার্যালয়ের সেবা প্রদান কার্যক্রম নিয়ে প্রচারণা প্রয়োজন। এক্ষেত্রে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ভূমিকা রাখতে পারেন।

জেলা লীগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি জানান, এই কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। গত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে। বিগত ছয় মাসে ৩৮৭টি আইনগত পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ২২৮টি মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।
বাৎসরিক এক লক্ষ টাকা পর্যন্ত আয়সীমার অসচ্ছল ব্যক্তি এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়সীমার মুক্তিযোদ্ধাসহ কোন শিশু, মানব পাচারের শিকার কোন ব্যক্তি, শারীরিক ও মানসিক এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, ভবঘুরে, নৃ-গোষ্ঠির কোন ব্যক্তি পারিবারিক সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা ব্যক্তি, বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তি, ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলা, এসিডদগ্ধ নারী বা শিশু, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ব্যক্তি, আদর্শ গ্রামে গৃহ বা জমি বরাদ্দ প্রাপ্ত ব্যক্তি এবং বিনা বিচারে আটক ব্যক্তি।

সভায় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ সরকার, প্রথম আলো’র প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন বক্তব্য রাখেন। জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir