রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে সরকারি পুকুর জোর করে দখলের চেষ্টা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন


বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে রাধুপুকুর নামের একটি সরকারি খাস পুকুর জোর দখলের জন্য হামলা চালিয়ে ঘর, পুকুরের উপরের নেট, খাদ্য ছিটানোর নৌকা ভাংচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শেরপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ও সরকারি জলমহাল ইজারার তালিকাভুক্ত ১ একর ৯০ শতাংশের রাধুপুকুরটি প্রায় ২০/২৫ বছর যাবত কহিতকুল মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে মাছের করে করে আসছে। গত ০৫ আগষ্টের পট পরিবর্তনের পর থেকে এলাকার কিছু ব্যাক্তি নানাভাবে সরকারি পুকুরটি দখলের চেষ্টা করে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে জোর করে মাছ ধরা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহষ্পতিবার সকালে মোহসিন আলী, মিজানুর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল লোক লোহার রড, বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুকুরের পাড়ে থাকা পাহারাদারের ঘর, পুকুরের উপরে থাকা নেট ও খাদ্য দেওয়ার নৌকা ভাংচুর করে। এ সময় পুকুরের পাহারাদার কছিম উদ্দিন বাধা দিলে তাকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দিয়ে বলে এটি আমাদের নিজস্ব পুুকুর। বেশি বাড়াবাড়ি করলে এরপর এসে পুকুরের চাষকৃত সকল মাছ তুলে নিয়ে যাবো।

কহিতকুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ নান্নু বলেন, সরকারি পুুকরের ইজারা বিজ্ঞপ্তির সকল শর্ত পুরণ করে আমরা পুকুরটি লীজ নিয়ে মাছচাষ করে আসছি। এখনো আমাদের মেয়াদ রয়েছে, কিন্ত হঠাৎ করেই একটি চক্র পুকুরটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। সেখানে আমাদের ১০/১৫লক্ষ টাকার মাছ রয়েছে, আমরা নিরাপত্তা নিয়ে শংকায় আছি। তাই থানায় অভিযোগ দায়ের করেছি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, সরকারী ইজারাভূক্ত পুকুর ব্যাক্তি মালিকানা দাবী করার সুযোগ নেই। এছাড়াও লীজ দেয়া পুকুরে অন্যরা যেতে পারবেনা। আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে শেরপুর থানার ওসিকে বলা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir