রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ২৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বারিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল চোরকে আটকসহ ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত বারিকুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. আকালুর ছেলে।

শনিবার সকালে তাকে আটক করা হলেও রবিবার দুপুরে পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ের একটি আমবাগানে একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় বারিকুল ইসলামকে আটক করে সদর থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস।

এসময় কয়েকজন পালিয়ে গেলেও বারিকুলকে আটকসহ তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ পাশের জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১০টি মোটরসাইকেল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir