
প্রাণি সম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও খুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় কাজিপুরে গরু ও মহিষের মাঝে বিনামূল্যে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।৩০ জুন দুপুরে উপজেলাপ্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে কার্যালয় চত্বরে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম। এতে সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন , “পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর গবাদিপশুসহ ছাগল ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি এবং পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে।” ডাক্তার দিদারুল আহসান জানান, ইতোমধ্যে ২৭ জুন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে আগামী ১০ আগস্ট এই কর্মসূচি ২০২৫ পর্যন্ত চলবে। কাজিপুর উপজেলায় ১ লক্ষ ৫ হাজার গরু- মহিষকে টিকা প্রদান করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়াও পাশাপাশি স্থানীয়দের মাঝে পিপিআর রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।