রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

কাজিপুরে সুবিধাবঞ্চিত নারীদের  সেবা প্রাপ্তির লক্ষ্যে এডভোকেসি সভা  

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

কাজিপুরে চরাঞ্চলের   সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয় বৃদ্ধিমুলক সেবা প্রাপ্তির লক্ষ্যে   এডভোকেসি সভা  অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কাজিপুর উপজেলায় নাটুয়াপাড়া ও তেকানি ইউনিয়নে কর্মরত বেসরকারি সংস্থা শার্প এর বাস্তবায়নে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)  এর অর্থায়নে পরিচালিত এনহ্যানসিং জেন্ডার ইকুইলিটি প্রজেক্ট এর আওতায় কাজিপুর উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত হয়।
যেখানে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত  নারীদের  প্রতি বৈষম্য,  সহিংসতা বন্ধে ও জেন্ডার সমতায়  করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা শার্প  এর পরিচালক সাফিয়া সুলতানা। প্রকল্পের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন প্রকল্পের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন শার্প এর  উপপরিচালক গোলাম কিবরিয়া। সংস্থার জেন্ডার এন্ড এডভোকেসি এসোসিয়েট সূচনা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ নুরে আলম,  মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলি,  কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া খান,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,  সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এছাড়া প্রকল্পের  সুবিধা ভোগী নাজমা খাতুন ও রুপালি খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক, বলেন, “বৈষম্যমুক্ত সমাজ গড়তে নারীর সু-স্বাস্থ্য, ক্ষমতায়ন, শিক্ষা, পারিবারিক ও সামাজিক মর্যাদা সব ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় করতে কাজ করতে হবে। নারীদের পেছনে রেখে একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।”
সভায় চরাঞ্চলের  সুবিধাবঞ্চিত ও বিপদাপন্ন  নারীর প্রতি বৈষম্য, দারিদ্র্যতা ও সামাজিক বাধা দুর করে আইনি সহায়তা প্রদান, বিশেষ করে, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য বৈষম্যমূলক আচরণের শিকার নারীদের আইনি সহায়তা প্রদানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ , নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা, নারীর উপর সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার, নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার,দুর্যোগ ঝুঁকি মোকাবেলা,  নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও  নারীর অর্থনৈতিক অধিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী,সুবিধাভোগী জনগোষ্ঠীর প্রতিনিধিগনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir