রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
২৯ বন্দিকে মুক্তি দিলো কারা কর্তৃপক্ষ শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২ এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪ এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, ৭ সহপাঠী জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব : বিবিসি বাংলাকে সিইসি আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো: ১২ আসামি ট্রাইব্যুনালে বাংলাদেশে দেড় লাখ মানুষকে আরব আমিরাত রাষ্ট্রদূতের সহায়তা ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩৩৭

নিজস্ব প্রতিবেদক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন




গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩৩৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই ) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।


নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ৬৫ লক্ষ ০৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল,৬ হাজার দুইশত তেষট্টি কেজি মাছ,২০ হাজার পিস রেনু পোনা,১০ লক্ষ দুই হাজার পিস চিংড়ী রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৩শত ছত্রিশ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।


নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি ১ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩৩৭ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৪৪ টি মৎস্য, ২ টি চুরি, ১ টি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫ টি বেপরোয়া, ২টি বালুমহাল, ৩টি হত্যা, ১টি ডাকাতি এবং ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ৮৬টি মামলা দায়ের করা হয় এবং ১৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir