রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যাতে এখানে থাকেন এমন কাউকে নির্বাচিত করবেন।

আজ শুক্রবার বিকোলে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে, ভালো নির্বাচন মান, যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থীর পুলিং এজেন্ট তারা থাকতে পারবেন, ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। আমরাতো কোনো দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্ত এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ নিয়ে তিনি বলেন, এখানে গ্যাস ছিল এটা আগে কেউ জানতো না। এখান ৫ এমএমসি গ্যাস পাওয়া গেছে, এই কুপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কুপ খনন করা হবে। কুপটি খনন করলে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে টু ডি, ত্রি ডি সার্ভেয়ার করে এটার সম্ভাব্যতা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবো। এখানে যে গ্যাস পাওয়া যাবে সেটা নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো। কূপের গ্যাস সরাসরি ব্যাবহার করা যায় না। রিফাইন প্রসেস করতে হয়। যেহেতু এখানে বড় কোনো বিনিয়োগ হবে না, যদি বড় কোনো ডিপোজিট পাওয়া যায় তাহলে দেখা যাবে। এজন্য এখানে একটা মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো, সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয়ভাবে শিল্প কারখানায় কভার করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir