নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার খুনি আসামি মঞ্জুর কাদের (৪০)’কে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (০৮জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন বলেন, সকাল অনুমান সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গত ৫ই আগস্ট নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া ভৈরব রেলওয়ে থানার হত্যা মামলার আসামি মঞ্জুর কাদের (৪০) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামী ০৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেল হাজত থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
তার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।