সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর নাটোরের লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান বিদেশে উচ্চশিক্ষার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন বিএসবির বাশার বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজ আখ্যায়িত করে মারপিটসহ মোবাইল ও টাকা লুট

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো, পলাশ (২৮),
হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩),তছির(২৫),সুজন ওরফে বুদু(১৯),রাকিব মোল্লা(২৫), তারিখ ইসলাম(২৮),ইমন(২২),আল আমিন (৪৬),ইলিয়াস(২৯),আরাফাত(২০), সাজ্জাদ(৩৪),মিলন(২৮),আব্দুল আলিম(২৮),
শুভ(১৯),শাহিন(২০),আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু(২৮),রাকিব(২০),
ফরিদ(৩০),নাজিম(৩১),রায়হাম(২২),শাহিন(১৮),রাশেদ(১৭),রাকিব(২১),মোজাহিদ(২১),কাশেম(১৯),রায়হান(৩০), ইমন(১৮),রবি আওয়াল(১৮),খায়রুল(২৯), ইসারাফিল(২০),সজিব(৩০) ও রাকিব(১৮)।

সোমবার (১৪ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,রবিবার (১৩ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় ১২ জন,নারী নির্যাতন মামলার ২ জন,ছিনতাইকারী সন্দেহে-১৬ জন,ওয়ারেন্ট ভুক্ত ৫ জন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক মামলায়
১৫ পিচ ইয়াবা, ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়


গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir