কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ভ্যান-মটরসাইকেলের সংঘর্ষে সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে চেয়ারম্যান নিজ এলাকা রৌহাবাড়িতে আসছিলেন তিনি। পথিমধ্যে চালিতাডাঙ্গা বাজার এলাকায় এসে পৌছালে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি অটোভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা চেয়ারম্যান শাহজাহান আলী রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আর এইচ হৃদয়/ শফিকুল