বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম প্রতিনিধি):
কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের পাশের একটি জমি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার রাজারহাট ইউনিয়নের রেললাইন থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুলাহ হিল জামান জানান, রবিবার সকালে টগরাইহাট রেল স্টেশনের পাশের একটি জমিতে স্থানীয় এক নারী ছাগল বাঁধতে গিয়ে মরদেহটি পরে থাকতে দেখেন। পরে থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরো জানান,কে বা কারা মরদেহটি ফেলে গেছে সে বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেনি। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিপিএন২৪/ আর এইচ হৃদয়