বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ জন অসহায়েদের মাঝে খাদ্য সমগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শেরনগর নতুন পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে দেড় শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) শিবানী সরকার।
এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আব্দুল মজিদ খাঁন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রমানিক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ফারুক সরকার উপস্থিত ছিলেন।