রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারঘাট ও বাঘার পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কাজিপুর পুজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জয়পুরহাটে অতিরিক্ত জেলা জজ-১ম আদালতের রেকর্ড থেকে রায় আদেশ গায়েব “ চারঘাট প্রেসক্লাব সদস্যদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা আইসিটি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের সিরাজগঞ্জে পুজামন্ডপ পরিদর্শন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর চুল কেটে দিলো বখাটেরা

রিপোর্টারের নাম / ৬৮৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৫:২০ অপরাহ্ন

  • রাব্বি হাসান হৃদয়  

সিরাজগঞ্জের রায়গঞ্জে কু-প্রস্তাব ও অসামাজিক কাজে রাজি না হওয়ায় এক গৃহবধূকে চুল কর্তন করে মারধর করেছে এলাকার বখাটে ছেলেরা। গৃহবধূকে নির্যাতনের সময় স্বামী এগিয়ে আসলেও তাকে বেধরক মারপিট করেছে বখাটেদের পরিবার।

মঙ্গলবার (২৬ জুলাই) গভীর রাতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে্র কালিঞ্জা ব্রীজের পূর্ব পাশে গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। বিগত ৫দিন অতিবাহিত হওয়ার পর বখাটে ছেলেদের ভয়ে ভুক্তভোগী কোন প্রতিবাদ না করে বাড়ি ছেড়ে চাচা শ্বশুড় বাড়িতে অবস্থান করছে।

জানা যায়, পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রীজের পূর্ব পাড়ে আদর্শ গুচ্ছ গ্রামের বাবলু হোসেন এর স্ত্রী মোছা মর্জিনা খাতুন (২৮) কে বিভিন্ন সময় অসামাজিক কাজ ও কু-প্রস্তাব দিত আব্দুর রহিম এর পুত্র আল মাহমুদ (২২), আলতাব হোসেন এর পুত্র সেরাজুল ইসলাম (২১) ও লিটন (২০)। গৃহবধু মর্জিনা খাতুন কুপ্রস্তাবে রাজি না হওয়ার সময়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসত বখাটেরা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার প্রকৃতির ডাকে সাড়া পেলে টয়লেটের সামনে থেকে জোরপূর্বক মুখ চেপে পাটক্ষেতের দিকে নিয়ে যায়।

গৃহবধুর চিৎকারে স্বামী বাবলু এগিয়ে আসলেও তাকে বেধরক মারপিট করে বখাটেরা। মারপিটে এক পর্যাায়ে বখাটেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বাবলুর ঘরে লুটপাট ও ভাংচুর করে।

বুধবার (২৭ জুলাই) সকালে বখাটে আল মাহমুদ এর মাতা লিলি বেগম, সেরাজুল, লিটন এসে মর্জিনা খাতুনকে ধরে কেচি দিয়ে মাথার চুল কর্তন করে দেয়।

গৃহবধুর চাচা শ্বশুড় সোবাহান সেখ বলেন, আমার ভাতিজা বউকে নির্যাতন করে বখাটেরা চুল কর্তন করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাব। গুচ্ছ গ্রামের মাতব্বরদের বিষয়টি বলেছি, তারা বিচার দিতে চেয়েছে। কিন্তু আজ ৫দিন অতিবাহিত হওয়ার পরেও বিচার পাচ্ছিনা। মর্জিনা আমার বাসায় রয়েছে। গু”ছগ্রামে বখাটেরা গুচ্ছ গ্রামে ভাড়া বাসায় যেতে দিচ্ছেনা।

বখাটে আল মাহমুদ এর মা লিলি বেওয়া বলেন, মর্জিনা একজন বাজে মহিলা। আমি তাই তার চুল ধরে কেচি দিয়ে কেটে দিয়েছি। তাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি। আপনারা যা পারেন, তাই করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এবিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। চুল কর্তনের বিষয়ে এক্ষনি পদক্ষেপ গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir