সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মা-ছেলে হত্যায় একজনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক / ৭২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার দায়ে হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। একই মামলায় আরও ৭ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে সকল আসামীকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে।যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো- মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল, মো. বাচ্চু মিয়া, মো. দুলাল সরকার, মাসুদ উল্লাহ ওরফে রতন, রহমত উল্লাহ পান্না, মো. রফিকুল ইসলাম ও মো. বদিউজ্জামান।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুন নিহত আলতাব হোসেন মুকুলের স্ত্রী মোছা শামীম আরা অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় হাফিজুলকে আটক করলে সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিচারক এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পি.পি এডভোকেট মোঃ আবু বককার সিদ্দিক ও সহকারী পি.পি এডভোকেট জাহিদা সুলতানা বিথি। করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট এস,এম দেলোয়ার হোসেন মন্টু, অ্যাডভোকেট মো. আসিফ আজাদ (রাতুল) ও অ্যাডভোকেট সেরাজুল ইসলাম আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir