সিলেট নগরীর অন্তত ২৫টি মহল্লায় শনিবার সাত ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংস্কার ও উন্নয়ন কাজ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লেখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ অন্যান্য ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ চলবে। দুর্ঘটনা এড়াতে কাজ চলাকালে বন্ধ থাকবে বিদ্যুতের সরবরাহ। এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর প্রকৌশলী শামস-ই-আরেফিন।
সংশ্লিষ্ট বিভাগের এই কর্মকর্তা জানান, দুই থেকে সাত ঘণ্টা পর্যন্ত এলাকা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। গ্রাহকদের সেবার মান উন্নয়নেই এসব কাজ করা হবে।
এ ছাড়া ১১ কেভি সোবহানীঘাট ও কালীঘাট ফিডারের আওতাধীন কাষ্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।