রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

পাকিস্তানি ভুয়া পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ধরা ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

পাকিস্তানি পরিচয় ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। পরে মার্কিন কর্তৃপক্ষ তাকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, ওই ভারতীয় নাগরিকের নাম এসি প্যাটেল। তিনি মোহাম্মদ নাজির হুসেন নাম ধারণ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। মার্কিন কর্তৃপক্ষ তার প্রতারণা ধরতে পেরে তাকে ভারতে ফেরত পাঠায়।


গত ১২ ফেব্রুয়ারি একটি ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্যাটেল। সেখানে পৌঁছানোর পর তার সমস্যা আরও বেড়ে যায়। দিল্লি পুলিশ তাকে ছদ্মবেশ ধারণ করা এবং পাসপোর্টের অপব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় প্যাটেল স্বীকার করেন, তিনি দুবাইয়ের একজন এজেন্টকে অর্থ দিয়ে জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। ২০১৬ সালে মেয়াদোত্তীর্ণ ভারতীয় পাসপোর্ট নবায়ন করার পরিবর্তে তিনি মানব পাচারকারীদের দ্বারস্থ হন; যারা দুবাই হয়ে তার অবৈধ ভ্রমণের ব্যবস্থা করে।

গত মাসে একই রকম একটি ঘটনায় কর্তৃপক্ষ ভারতীয় পাসপোর্ট পেতে জাল পরিচয়পত্র ব্যবহার করার অভিযোগে একজন গুজরাটি ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তার নাম করণ জয়ন্তী ট্যান্ডেল। তিনি প্রথমে মুম্বাইয়ের ঠিকানা ব্যবহার করে রমেশ ট্যান্ডেলের ভুয়া পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। পরে পর্তুগিজ পাসপোর্টের জন্য আবেদন করার সময়, তিনি পরস্পরবিরোধী তথ্য প্রদান করেন। যার ফলে তদন্ত শুরু হয়। কর্মকর্তারা আবিষ্কার করেন যে, তিনি এরইমধ্যে পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেছেন এবং তার খালাকে পর্তুগালে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য তার পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় ট্যান্ডেল প্রতারণার কথা স্বীকার করেন। কর্তৃপক্ষের ধারণা, তিনি উভয় দেশ থেকে দ্বৈত সুবিধা অর্জনের চেষ্টা করেছিলেন, যা ভারতীয় আইন অনুসারে অবৈধ। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন কর্তৃপক্ষ অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গত মাসেই ৭৪ জন গুজরাটিসহ ভারতীয়দের নিয়ে চারটি বিমান ভারতে অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir