পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সালাত শেষে মুনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মুসুল্লিরা। শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজ ও প্রার্থনার আয়োজন করেন।
পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের ইমামোতিত্বে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক এবং স্থানীয় ওলামায়ে কেরাম সহ প্রায় তিন শতাধিক মুসুল্লি এই নামাজে অংশ নেন। নামাজ শেষে বিশেষ খোতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মুনাজাত করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লিসহ তিন শতাধিক স্থানীয় মুসুল্লি অংশ নেন।
এর আগে এই বৈশাখে তাপদাহে জনজীবনে দূর্ভোগ নেমে আসে পঞ্চগড়ে। রোদের তিব্রতায় গরমে অতিস্ট হয় সাধারন মানুষ। এজন্যই বৃস্টির আশায় এই ইসতিসকার নামাজের আয়োজন ।
ইসতিসকার নামাজ শেষে পবিত্র কোরআন এবং হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, তীব্র খড়ার কারণে বৃষ্টির জন্য আমাদের মহা নবী হযরত মুহাম্মদ (সা.) ইসতেসফার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান খড়ার কবল থেকে রক্ষার জন্য আমরাও নামাজ ও প্রার্থনার আয়োজন করি।