রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ২:৩৬ অপরাহ্ন

ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জনগণকে ভোট বর্জনের কথা বলেছিল। কিন্তু ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনো প্রকার ভয়-ভীতি, হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

তিনি বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলো বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়। পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসি বাস্তবায়িত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir