রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
 বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল   নাটোরে দুই নারীকে গরম পানি দিয়ে ঝলসে দেবার ঘটনায় ৫জন আটক সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে এসএসসিতে জমজ ভাইয়ের কৃতিত্বে আনন্দিত পরিবার লালপুরে আম পাড়াকে কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় আটক-২ নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি

চৌহালী আ’লীগের সাধারন সম্পাদক ফারুককে অব্যাহতি, ভারপ্রাপ্ত বাবুল মোল্লা

রিপোর্টারের নাম / ২৮১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৯:০০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক:
নৌকার বিরুদ্ধে নির্বাচন সহ দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িতের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকারকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার চৌহালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের বিশেষ কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তারকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। মোল্লা বাবুল আক্তার চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফারুক সরকার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

চৌহালী উপজেলা আওয়ামীলীগ সূত্র জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা ও দলের বিরুদ্ধে অবস্থান গ্রহন করেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকার। এছাড়া বিভিন্ন সময় আওয়ামীলীগের বিরুদ্ধে নানা রকম আপত্তিকর মন্তব্য সহ সরকারের উন্নয়ন বিরোধীদের সাথে আতাত ও সখ্যতা গড়ে তোলেন তিনি। এতে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ ও উক্তেজিত হয়ে পরে। বারবার এ নিয়ে অভিযোগ করেন সংশ্লিষ্ট উর্ধ্বতন নেতাদের কাছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ভোট প্রার্থনায় নামেন। এছাড়া নৌকা ডুবাতে মরিয়া হয়ে উঠেন ফারুক সরকার। তার আত্মীয় স্বজন সহ অনুসারীদের দিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প করে প্রচারনা করেন। এছাড়া চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী হজরত আলী মাষ্টার, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মিয়ান বোরহান, আবু নজির মিয়া, নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু সহ দলের চিহৃত বেশ কিছু নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করেন। এদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে দাবি ওঠে সোমবারের উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায়। এসময় নৌকা বিরোধী অপশক্তির বিরুদ্ধে বহিঃষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন না করলে তৃণমুলের ত্যাগী নেতারা পদত্যাগের ঘোষনা দেয়।

এসময় সভায় উপস্থিত উপজেলা আওয়ামীগ সহ সহযোগী সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে স্ব স্ব ব্যক্তিকে দলীয় স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহীত হয়।
কার্যনিবর্হী কমিটির বিশেস সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন। এসময় চৌহালী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুল মজিদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, রেজাউল করিম রব্বাানি, নজরুল ইসলাম বাবু, সমশের মোল্লা ও যুগ্ম সাধারন বাবুল মোল্লা আব্দুল হাই ভুট্ট ও সেলিমুর রেজা, সাংগঠনিক ফজলুর রহমান চুন্নু ও মাসুদ রানা সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন জানান, সংগঠনের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় সকলের মতামতের ভিত্তিতে ফারুক সরকারকে দলীয় স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া চৌহালী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তারকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। বিষয়টি সংগঠনের উর্দ্বতন মহলকে জানানো হবে। এবিষয়ে বক্তব্য নিতে চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকারের মুঠো ফোনে কল করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir