রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

লেভারকুসেনকে থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন

অনলাইন ডেস্ক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন

প্রথম লেগে তিন গোল হজমের পর ঘরের মাঠে ‘মিরাকলের’ আশায় ছিল বায়ার লেভারকুজেন। কিন্তু তেমন একটা লড়াই করতেই পারল না তারা। তাদের ফের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ আটের মঞ্চে এখন ভিনসেন্ট কোম্পানির দল। তাদের জয়ের নায়ক হ্যারি কেইন। নিজে একটি গোল করার পর আলফুঁস ডেভিসের গোলে অবদান রাখেন ইংলিশ তারকা।

এই নিয়ে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বায়ার্ন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। এদিন গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। কাছ থেকে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়লেন কেইন। তার আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিস।

কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ডিফেন্ডার। ৮১ থেকে ৮৬, পাঁচ মিনিটের মধ্যে মুসিয়ালার দুইটি প্রচেষ্টা প্রথমে ক্রসবার, পরে পোস্টে বাধা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir