রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

৬ মাসে ৯০০: জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

গত জুন মাসে ১৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা। আর গত ৬ মাসে প্রায় ৫ হাজার ৫০০ জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ব্যাটালিয়নটি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পূর্বাচলে ১২ এপিবিএন-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন ১২ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

ডিআইজি ইকবাল বলেন, ১২ এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো মোবাইল ফোন উদ্ধার করে থাকে। আমরা বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকি। বিশেষ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন, বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ডিভাইসটি।

তিনি আরও বলেন, তবে এই অতিপ্রয়োজনীয় ডিভাইসটি যেকোনো সময় হারিয়ে যেতে পারে। চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন- চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন।

ইকবাল বলেন, এসব বিবেচনায় ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ১২ এপিবিএন একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১২ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিগত ৬ মাসে প্রায় ৫৫০০ জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে। ১২ এপিবিএন বিগত ৫ মাস যাবৎ এপিবিএন-এর সকল ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে। বিগত মাস অর্থাৎ জুন-২০২৫ মাসে ১২ এপিবিএন ১৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

মোবাইলগুলো ফেরত পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ১২ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৫ মাস আগে চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে আব্দুল রউফ নামের এক ব্যক্তি বলেন, গত ৫ মাস আগে আমি অফিসে চেয়ারে ঘুমিয়ে ছিলাম, ঘুম ভেঙে দেখি মোবাইল নেয়, সিসিটিভি ফুটেজে দেখি ৮/১০ বছরের একটি ছেলে আমার অফিসে ঢুকে মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় ডিজি করি৷ পরবর্তীতে ১২ এপিবিএনে যোগাযোগ করলে হবিগঞ্জ থেকে আমার মোবাইলটি উদ্ধার করে। এতে আমার কাছ থেকে কোন চার্জ বা টাকা পয়সা নেয়নি পুলিশ।

এসময় মোবাইল ফিরে পেয়ে ১২ এপিবিএনকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir