রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রাইভেট কার থামিয়ে প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের পাশের যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত নামা ১০/১২ জন ডাকাত দল মুখোশ পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। এসময় তারা অস্ত্রের মুখে মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানী রিয়াল, ৩০ কুয়েতী দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম ডাকাতি করে নিয়ে যায়। যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ডিবি তেজগাঁও বিভাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে সম্পৃক্ত মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সেসহ অন্যান্য আসামীরা বেশ কিছুদিন আগেই ঘটনা সম্পর্কে গল্প সাজিয়ে ডাকাতি করার একটি পরিকল্পনা করে।আর পরিকল্পনা মাফিক ঘটনার দিন তুহিন রাইড শেয়ার উবার প্রাইভেট কারের মাধ্যমে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাবার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন্যান্য সহযোগীদের শেয়ার করে রাখে। পূর্বপরিকল্পনা মাফিক অন্যান্য আসামীরা হোয়াটসঅ্যাপ লোকেশনের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে এসে ওই প্রাইভেটকারের পথরোধ করে পরস্পর যোগসাজসে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে যায়। পরর্বর্তীতে সকল আসামীরা লুণ্ঠিত বিদেশী মুদ্রা সমূহ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আত্নগোপনে চলে যায়।

তালেবুর রহমান জানান, তুহিনের দেয়া বক্তব্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবি, ডিএমপির বেশ কয়েকটি চৌকষ আভিযানিক দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), রফিকুল ইসলাম (৩৬), শুভ হাওলাদারসহ (২৫) সর্বমোট ৭ জন আসামীকে গ্রেফতার করে এবং লুন্ঠিত অর্থের ২ লাখ ৬৯ হাজার ২৪০ সৌদি রিয়াল যার আনুমানিক মূল্য বাংলাদেশী টাকায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট বিদেশী মুদ্রা উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir