রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রকাশিত হতে যাচ্ছে নাটক ‘বড় বোন’

রিপোর্টারের নাম / ৪৫৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন

  • নিজস্ব প্রতিবেদক: 

সম্প্রতি শেষ হলো ফজলুল সেলিম পরিচালিত ‘বড় বোন’ নাটক। নাটকটির দৃশ্যধারন করা হয়েছে পূবাইলের বিভিন্ন স্থানে। গল্প দিয়েছেন প্রসেনজিৎ ওঝা রচনা করেছেন জুয়েল এলিন ।একটি প্রটিউন থিয়েটার বক্স প্রযোজনা করেছেন ।

নাটকটিতে নিয়ে পরিচালক ফজলুল সেলিম বলেন, নাটকটির গল্পটা অনেক আবেগঘন, একদম ভিন্ন একটি গল্প। কাজ গুলো খুব আকর্ষনীয়। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আর নাটকটি একটি পরিবারের বড় বোনের যে ভালোবাসা সেক্রিফাইস সে গল্প নিয়ে আগাতে থাকে। আপনারা নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

তিনি আরো বলেন, আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই বেশী করে বাংলা নাটক দেখবেন। আপনারা যত বেশী নাটক দেখবেন আমরা আরো তত বেশী নাটক করতে পারবো। আর আমার জন্য দোয়া করবেন।

 

টিপিএন২৪/ এম এস/ এইচ এইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir