রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ২:৪২ অপরাহ্ন


নোয়াখালী প্রতিনিধি:


লঘুচাপ ও বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নোয়াখালী উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ দুই দিন ধরে বন্ধ রয়েছে।

বুধবার দুপুর থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপের ফলে গত মঙ্গলবার থেকে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত চলছে। বৈরি আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় বুধবার দুপুর থেকে থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir