রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন

বরিশাল প্রতিনিধি:
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) মা ইলিশ রক্ষায় নদ-নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা সফল করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে নদী বন্দরের টার্মিনাল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলার নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক এবং মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা।

সভার প্রধান অতিথি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তার সুফল পাবে জনগণ। এই ২২দিন মা ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন, বিক্রি ও ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় নেয়া হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে কাউকে জাল না ফেলার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir