রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ আরব আমিরাত

রিপোর্টারের নাম / ৩০১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ২:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

খেলাধুলা ডেস্ক:

চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপ্রতিরোধ্য বাংলার যুবারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠার পর এবার সেমিতে ভারতের বিপক্ষেও দাপটের সঙ্গে কেটে নিয়েছে আসরের ফাইনালের টিকিট। শুক্রবার ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিলেন টাইগাররা। তবে আরিফুল ইসলামের (৯৪) এবং আহরার আমিনের (৪৪) ধীর গতির ব্যাটিংয়ে ভর করে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন টাইগাররা।

গতকাল দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এদিন আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ভারতের যুবারা। শুরু থেকে বাংলাদেশের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকে ভারতের একের পর এক ব্যাটার। ভারতীয় ব্যাটিং শিবিরে প্রথম আঘাতটা হানে টাইগার বোলার মারুফ মৃধা। ব্যক্তিগত ২ রানের মাথায় ভারতীয় ব্যাটার আদর্শ সিংকে এলবিডাব্লিউর ফাঁদে পেলেন তিনি।

এরপর ভারতীয়দের স্কোর বোর্ডে ১৩ রানের মধ্যেই আরও দুই উইকেট তুলে নিয়ে তাদের খাদের কিনারায় ঠেলে দেন মারুফ। এ সময় মারুফের সঙ্গে তার মিলিয়ে উইকেট নেন রোহানাতও। এতে এক পর্যায়ে ৬১ রানে ৬ উইকেট হারায় ভারত। এরপর মুশীরের সঙ্গে অভিষেকের ৮৪ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত। দুই জনই অর্ধশতক তুলে নেন। সমান ৫০ রান করে মুশীর আউট হলে ভাঙে এই জুটি। এই ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন অভিষেক। ৪২ ওভার ৪ বল খেলে অল আউট হওয়ার আগে ১৮৮ রান করে ভারত। বাংলাদেশের হয়ে মারুফ ৪১ রানে ৪ এবং শেখ পারভেজ জীবন, রোহানাত ২টি করে উইকেট নেন ও এক উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি।

ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশের যুবারা। মাত্র ২ রানের মাথায় জিসান আলমকে হারায় বাংলাদেশ। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আগের ম্যাচে সেঞ্চুরি করা আশিকুর রহমান শিবলীও। ২২ বলে ৭ রান করে ফিরেন এই টাইগার ওপেনার। এক পর্যায়ে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশও। তবে সেখান থেকে আরিফুল ইসলামের ৯০ বলে ৯৪ এবং আহরার আমিনের ১০১ বলে ৪৪ রানে ইনিংসে জয়ের দাঁড়প্রান্তে পৌঁছে বাংলাদেশ।

ব্যাট হাতে টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ৯ এবং শেখ পারভেজ জীবনের অপরাজিত ২ রানে ৪ উইকেট হাতে রেখে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়কে প্রতিশোধ বললেও ভুল হবে না! কেননা ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে রানারআপ হয় বাংলার যুবারা। এবার সেই ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন টাইগার বোলার মারুফ মৃধা।

অন্যদিকে একই সময়ে ফাইনালে উঠার লড়াইয়ে লড়ছিল পাকিস্তান ও স্বাগতিক আরব আমিরাত। সেই ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। ঐ ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ১৯৩ রান তোলে আরব আমিরাত। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তানি যুবরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir