শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাউজানের কৃষকরা। ইতিমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, দেশি টমেটো, লাউ, সিম, মুলা, দেশি আলো, লালশাকসহ হরেক রকমের শীত কালীন শাকসবজি।
রাউজান কৃষি অফিস জানিয়েছে, এবার রাউজান উপজেলায় শীতকালীন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪’শত ৫০ হেক্টর। সরজমিনে গিয়ে দেখা যাই, শীতের মৌসুমে নানা জাতের শাকসবজি আবাদে এখন ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা।
উপজেলার কাশঁখালী খালের সবচেয়ে বেশি জমিতে সবজি চাষ হচ্ছে। আর প্রতিবছর কাঁশখালী খালের ফসলি জমি হতে কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন হয়। যা দেশের খাদ্যের চাহিদা যোগান দেয়।
কাঁশখালীরে কৃষক ইসমাইল জানান, তিনি এই বছর প্রায় শীতকালীন সবজির জন্য ১ লক্ষ টাকা মতো খরচ করেছেন। তিনি বলেন ফলন ভাল হলে। খরচের তুলনায় লাভের অংশ ভালো পাবেন বলে মনে করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ১৪’শত ৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এতে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমরা কৃষকদের সর্বত্মক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি।
টিপিএন২৪/ এইচ এইচ