রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সাইকোপ্যাথস ব্যান্ডের ‘একা’ গানে মডেল রওনক ফাতেমা রিম

মাহফুজুর রহমান লিমন, বিনোদন প্রতিবেদক: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

গসাইকোপ্যাথস ব্যান্ড এর ‘একা’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন রওনক ফাতেমা রিম । এই ডিসেম্বর এ ব্যান্ড এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটি।

অনিক হালদার সৌরভ এর সঙ্গীত আয়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওতে আর্টিস্ট হিসেবে দেখা যাবে মডেল রওনক ফাতেমা রিম কে । সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ করা হয়েছে।
গান এর ভিডিও ডিরেক্টর ছিলেন আশিকুর রহমান অনিক। সিনেমাটগ্রাফি করেছেন কৃষ্ণ গোপাল বসাক।
ক্যামেরার পিছনে কাজ করেছেন রিফাহ ইসলাম মৌনতা।

রিম বলেন, তাদের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তাদের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি। আর প্রথমবার কোন গানের মডেল হিসেবে এতো সুন্দর একটা কাজ করা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়।’

রওনক ফাতেমা রিম বলেন, ‘আমার কাজ করা প্রথম গান এটি। তাই নিজেকে আরও বেশি প্রমাণ করার প্রয়াস আছে এই কাজটিতে। চেষ্টা করেছি, বাকিটা শ্রোতা-দর্শকরা বিবেচনা

এদিকে, ইউনিভার্সিটি অফ লিবারেল আরটস বাংলাদেশ এ পড়াশোনা করছেন রিম । এই প্রথম মিউজিক ভিডিও তে কাজ করলেও ভবিষ্যতে র্শর্ট ফিল্ম ও নাটকে কাজ করার ইচ্ছে আছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir