রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওন!

অনলাইন ডেস্ক: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
সানি লিওন

অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা দিত ভারত সরকার। সেই ভাতা এতোদিন গ্রহণ করে আসছিলেন বলিউডের অন্যতম তারকা সানি লিওন- এমন খবর সামনে আসার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের তালুর নামে এক গ্রামের এক বাসিন্দার সুবাদে এই তথ্যটি সামনে আসে। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন।

ছত্তিশগড়ের বিবাহিত নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ভাতার ব্যবস্থা করেছে। সরকার প্রকল্পটির নাম দিয়েছে ‘মাহতারি বন্দনা যোজনা’। প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের মাসে মাসে ১০০০ রুপি করে ভাতা দেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir