রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে অপহৃত শিশু ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, দুইজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে অপহৃত শিশু কন্যাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেফতার দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দুধু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এসব তথ্য জানায়।

র‌্যাব-৭ জানায়- গত ১৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার তার ৫ বছর বয়সী কন্যা ও এক বছর ৩ মাস বয়সী শিশু পুত্র রাব্বীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে দুলাল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার দুলাল মিয়াকে নেত্রকোনা ট্রেনের সময় জিজ্ঞাসা করলে দুলাল মিয়া জানায় আজকে নেত্রকোনাগামী কোনো ট্রেন নেই। ভুক্তভোগী ফাতেমা আক্তার দুলাল মিয়াকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করলে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তার এবং তার সন্তানদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে।

ঘোরাঘুরির এক পর্যায়ে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারকে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বাসুর কলোনিতে নিয়ে যায় এবং সেখানে একটি রুম ভাড়া করে দেন। পরর্বতীতে ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার সকালের নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারের ছেলে শিশু রাব্বীকে নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় মো. দুলাল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. দুলালের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় চুরির একটি মামলা আছে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir