রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থানটা এককভাবে দখল করে নিয়েছে কোচ হানসি ফ্লিকের শিষ্যরা। অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেরার্ড মার্টিন এবং মার্ক কাসাদো পেয়েছেন বার্সেলোনার জার্সিতে নিজেদের প্রথম গোল। আর দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পেয়ে যান রোনাল্ড আরাউহো। পুরো ম্যাচ দারুণ ফুটবলের পুরস্কার রবার্ট লেভানডফস্কি পেয়েছেন শেষ গোল করে।

এদিন ম্যাচের শুরুতে অবশ্য গোল পেয়ে গিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু জাভি লোপেস অফসাইডে থাকায় বাতিল হয় গোল। ১৭তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আরিৎস এলুসতোন্দো। সেই ফাউলের পরেই স্প্যানিশ ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি। এটাই যেন বার্সেলোনাকে সুযোগ করে দেয় ম্যাচে আধিপত্য দেখানোর।

২৫তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ড্রিবল থেকে বল পান ওলমো। এরপর একটা বুদ্ধিদীপ্ত চিপ। ওলমোর বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন বার্সেলোনার জেরার্ড মার্তিন।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা ফুটবলার মার্ক কাসাদো। কর্নারে উড়ে আসা বল গোলরক্ষক পাঞ্চ করে ফেরানোর পর বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন ওলমো। সেটা কাসাদোর হাঁটু ছুঁয়ে চলে যায় সোসিয়েদাদের জালে।

৫৬তম মিনিটে কর্নারের ফলশ্রুতিতে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। প্রথমে লেভানডফস্কির হেড আটকালেও বল গ্লাভসে নিতে পারেননি গোলরক্ষক, ফিরতি বল পেয়ে হেডেই জালে পাঠান আরাউহো। পরের গোলেও আছেন এই দুজন। এবারে আরাউহোর শটে আলতো স্পর্শ দিয়ে বলের দিক পরিবর্তন করে দেন লেভানডফস্কি। এই নিয়ে এবারের লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হলো ২১টি। চারটি কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।

আগের দিন অ্যাতলেটিক বিলবাওকে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে অ্যাতলেটিকো মাদ্রিদ। সোসিয়েদাদকে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। আর সবশেষ ম্যাচে বেটিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir