রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

সৌদি আরবে লীগ খেলতে যাচ্ছে টেপ টেনিস তারকারা

মোঃ আকাশ খান, খেলাধূলা ডেস্কঃ / ৪০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেট তারকারা। বাংলাদেশ থেকে ২৪ জন ক্রিকেটার যাচ্ছেন সৌদি আরবে টেপ টেনিস ক্রিকেট লীগ ২০২৫ খেলতে। এই প্রিমিয়ার লীগে থাকছেন হেলিকপ্টার বাবলু ডিজে রনি সহ আরো অনেক টেপ টেনিস তারকারা। এই প্রিমিয়ার লীগ বাংলাদেশের টেপ টেনিস তারকাদের আন্তর্জাতিক পরিসরে নিতে এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিড়া সংগঠক মকবুল পাটোয়ারী।

এরই মধ্যে সৌদি আরবে যাবেন ২৪ জন ক্রিকেটারের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ শে এপ্রিল এই টুনামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। উপ মহাদেশের মধ্যে আরো কয়েকজ টেপ টেনিস তারকা এই টুনামেন্ট খেলতে যাবেন। মরুর বুকে এই টুনামেন্টে ঝড় তুলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকারা।

এই টুনামেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের টেপ টেনিস তারকাদের উন্নতি হবে। অন্যদেশে তারা আরো কিছু অর্জন করে আসতে পারবে। এই টুনামেন্টের কারনে তাদের অন্য দেশের খেলার অভিজ্ঞতা বাড়বে।


মূলত সৌদি প্রবাসি বাংলাদেশীদের এক মিলন মেলা হবে এই আয়োজনের মধ্য দিয়ে। সেই সাথে মরুর বুকে চার ছক্কার আলো ছড়াবে বাংলাদেশের এই টুনামেন্ট। এই টুনামেন্টের মাধ্যমে বাংলাদেশের টেপ টেনিস তারকাদের আয় রোজগার বাড়বে। এই টুনামেন্ট যেন ভালো কিছু অর্জন করে বাংলাদেশের টেপ টেনিসে আরো অনেক ভূমিকা রাখতে পারে।

এই টুনামেন্টের সভাপতি মকবুল পাটোয়ারী মনে করেন এই টুনামেন্ট বাংলাদেশ – সৌদির মাঝে ক্রিকেটের এক নতুন মাইল ফলক তৈরি করবে। যা সৌদি ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশবাসী ও প্রবাসীদের কাছে এই টুনামেন্টের সর্বাত্মক সফলতা কামনা কবেরন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir