-সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীনগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার জমিদার বাড়ির বালুরচর মাঠের পাশে এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির পালিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। অভিযান পরিচালনা করার সময় অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।