রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

প্লে-অফ দৌড়ে ছিটকে গেল রাজস্থান

অনলাইন ডেস্ক: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২ মে, ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন

চেন্নাই সুপার কিংসের পরে আইপিএলের প্লেঅফে ওঠার লড়াই থেকে ছিটকে গেল প্রথমবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার (১ মে) রাতে জয়পুরে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার হজম করলো তারা।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। দুর্দান্ত ওপেনিং জুটিতে তাদের শুরুটাও ভালো হয়েছিল। রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে সাবেক অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং জুটি গড়েন ১১৬ রানের। দুজনের ব্যক্তিগত ফিফটি করেছেন। এরপর সমান ২০৮ স্ট্রাইকরেটে ৪৮ রানের ইনিংস খেলেছেন পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। যাতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে মুম্বাই।

সেই লক্ষ্য তাড়ায় শুরুটাই গড়বড়ে ছিল স্বাগতিক রাজস্থানের। বিশ্বরেকর্ড গড়ে তারা আগের ম্যাচে ২১১ রানের লক্ষ্য পেরিয়েছিল দুই ওপেনারের বদৌলতে। এর মধ্যে বিশ্বরেকর্ড গড়ে সেঞ্চুরি করেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। তাকে দিয়েই মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের বিপর্যয়ের শুরু। দলীয় ১ রানেই ব্যক্তিগত রানের খাতার খোলার আগেই দীপক চাহারের বলে আউট বাঁ-হাতি এই ওপেনার। গত ইনিংসের জন্য প্রশংসায় ভাসতে থাকা এই ব্যাটার মুদ্রার সম্পূর্ণ উল্টো পিঠ দেখতে সময় নেননি।

পুরো টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক যশস্বী জয়সওয়ালও ঝড়ের ইঙ্গিত দিয়ে বোল্ড হয়ে যান ট্রেন্ট বোল্টের বলে। ৬ বলে করেন ১৩ রান। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজস্থান ১৬.১ ওভারেই ১১৭ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটা খেলেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। এ ছাড়া অধিনায়ক রিয়ান পরাগ ১৬ ও শুভাম দুবে ১১ রান করেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন বোল্ট ও কার্ন শর্মা। জাসপ্রিত বুমরাহ’র শিকার ২ উইকেট।

এ নিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচের আটটিতেই হেরে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করল রাজস্থান। বিপরীতে তাদের দুর্দশার সময়ে রীতিমতো উড়ছে মুম্বাই। আসরের প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪টিতে পরাজিত রোহিত-পান্ডিয়ারা পরবর্তী ৬ ম্যাচে টানা জয়রথ ধরে রেখেছে। ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানও এখন চূড়ায়।

রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন মুম্বাই ওপেনার রায়ান রিকেলটন। ৩৮ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৬১ রান করেন। দেখেশুনে শুরু করলেও, সতীর্থ ওপেনারের সঙ্গে পরে তাল মিলিয়ে রান তুলেছেন রোহিতও। ৩৬ বলের ইনিংসে ৯টি চারে ৫৩ রান করেন তিনি, বিধ্বংসী এই ব্যাটার এদিন কোনো ছয় মারেননি। এই দুই ব্যাটারের বিদায়ের পর মুম্বাইকে আর ভাবতে দেননি সূর্যকুমার-পান্ডিয়া। দুজনেই সমান ২৩ বল খেলে করেন সমান ৪৭ রান। সূর্য ৪টি চার, ৩ ছক্কা এবং পান্ডিয়া ৬ চার ও একটি ছয় হাঁকান। রাজস্থানের পক্ষে একটি করে উইকেট নেন মহেশ থিকশানা ও পরাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir