ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গবাদিপশু বকনা বাছু বিতরণ করা হয়েছে।
২৬ মে ২০২৫ সোমবার দুপুরে কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ শাহিনুর রহমান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার দিদারুল আহসান,সমবায় অফিসার খালেদুজ্জামান খান, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল ইংলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেন প্রমূখ।প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আজকে ১৬ জন মৎস্যজীবীর মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।