সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর নাটোরের লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান বিদেশে উচ্চশিক্ষার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন বিএসবির বাশার বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজ আখ্যায়িত করে মারপিটসহ মোবাইল ও টাকা লুট

উল্লাপাড়ায় সরকারি সড়কের গাছ কেটে বিক্রির অভিযোগ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা টু প্রতাব রাস্তার ১৭ টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বাবু ইসলাম নামের এক যুবক বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারের কোন অনুমতি ছাড়াই তিনি সড়কের এ সমস্ত গাছ কেটে বিক্রি করেন। যার আনুমানিক মুল্য ২ (দুই) লক্ষ টাকা। বাবু আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। ইতিপূর্বেও এই সড়ক থেকে বেশকিছু গাছ কেটে বিক্রি করে দুবৃত্তরা। স্থানীয় জনগণের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সোমবার সকালে কুচিয়ামারা টু প্রতাব রাস্তার ইউক্যালেপটাস্ সহ ১৭ টি গাছ কেটে নেয় বৃক্ষখেকো বাবু। স্থানীয়রা নিষেধ করলে পেশি শক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাব বাজারের ‘স’ মিলে হাসান বেপারির কাছে বিক্রি করেন বলে অভিযোগ করে এলাকাবাসী। গণমাধ্যমকর্মীরা এ সময় ঘটনাস্থলে পৌছিলে তারাহুরো করে গাছ ভর্তি ভ্যান নিয়ে প্রতাব বাজারের দিকে পালিয়ে যায় বেপারি হাসান ও বাবু।
এব্যাপারে অভিযুক্ত বাবু’র সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সীমানার গাছ আমি কেটেছি। কার কি বলার আছে তাতে। কোন আইন মানি না।
বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম এব্যাপারে গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৭ টি গাছ কাটার অভিযোগ মিলেছে। তদন্ত রির্পোট অগ্রগামী করা হয়েছে।
এব্যাপারে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার স্বর্নালী জানান, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার তদন্ত রির্পোট পেয়েছি, মঙ্গলবার সকালে রাস্তা ও ব্যক্তিগত জায়গার সীমানা নির্ধারণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir