সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর নাটোরের লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান বিদেশে উচ্চশিক্ষার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন বিএসবির বাশার বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজ আখ্যায়িত করে মারপিটসহ মোবাইল ও টাকা লুট

সিরাজগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামী ডাকাত সর্দার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
-ডাকাত সর্দার নুর ইসলাম

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামী আন্ত:জেলা ডাকাত সর্দার নুর ইসলাম (৩১) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ সদস্যরা নারায়ণগঞ্জ জেলা সদরের দেওভোগ বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নুর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
র‌্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার উসমান গনি জানান, গত ২৪ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকায় এক গরু ব্যাবসায়ীর পিকআপসহ ৬টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দল। ডাকাতি শেষে গাড়িটি নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় যমুনা সেতু পশ্চিম থানার বেশ কয়েকটি টহল টিম গাড়িটি আটকের চেষ্টা করে। এক পর্যায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ব্রীজের পশ্চিম পাশে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার উদ্দেশে রাস্তার বেড়িকেড ভেঙ্গে রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত কনস্টেবলকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে উত্তরবঙ্গের দিকে পালিয়ে যায়। কনস্টেবল রফিকুল ইসলাম ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল রাত সাড়ে সাতদিকে কনস্টেবল রফিকুল ইসলাম মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। তিনি জানান, আটক নুর ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir