সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামী আন্ত:জেলা ডাকাত সর্দার নুর ইসলাম (৩১) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র্যাব-১২ ও র্যাব-১১ সদস্যরা নারায়ণগঞ্জ জেলা সদরের দেওভোগ বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নুর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার উসমান গনি জানান, গত ২৪ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকায় এক গরু ব্যাবসায়ীর পিকআপসহ ৬টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দল। ডাকাতি শেষে গাড়িটি নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় যমুনা সেতু পশ্চিম থানার বেশ কয়েকটি টহল টিম গাড়িটি আটকের চেষ্টা করে। এক পর্যায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ব্রীজের পশ্চিম পাশে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার উদ্দেশে রাস্তার বেড়িকেড ভেঙ্গে রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত কনস্টেবলকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে উত্তরবঙ্গের দিকে পালিয়ে যায়। কনস্টেবল রফিকুল ইসলাম ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল রাত সাড়ে সাতদিকে কনস্টেবল রফিকুল ইসলাম মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। তিনি জানান, আটক নুর ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।