রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

কাজিপুরে নবজাগরণী ক্রীড়া সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

অনলাইন ডেস্ক: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

কাজিপুর (সিরাচগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গাক  চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে উপজেলার সোনামুখীতে নবজাগরণী ক্রীড়া সংঘের উদ্যোগে  চক্ষু শিবির উদ্বোধন করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তালেব।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে নবজাগরণী ক্রীড়া সংঘ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাই তারা সর্বক্ষণ এই ভালো কাজ গুলোকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে করে থাকে।
গাক চক্ষু হাসপাতালের প্রতিনিধি দল রোগীদের চোখের বিভিন্ন সমস্যা যেমন- ছানি, চোখের ইনফেকশন, দূরদৃষ্টি ইত্যাদি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন ও পরামর্শ দেন। যাদের ছানি পড়েছে তাদেরকে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানানো হয়।
চক্ষু শিবিরে সহযোগিতা করেন নবজাগরণী ক্রীড়া সংঘের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। দিনব্যাপি  এই কার্যক্রম সাধারণ মানুষের স্বতঃস্ফর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir