যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরের একটি গির্জায় রবিবার সশস্ত্র হামলার ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও দুইজন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। খবর এপির।
লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, একটি ট্রাফিক স্টপের সময় সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স প্লেট থেকে সিস্টেমে সতর্ক সংকেত আসলে পুলিশ সদস্য গাড়িটি থামান। তখনই ওই ব্যক্তি পুলিশের ওপর গুলি চালান এবং পালিয়ে যান।
পরে তিনি লেক্সিংটনের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি গাড়ি ছিনতাই করে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে প্রবেশ করেন এবং সেখানে গুলি চালান।
স্থানীয় ময়নাতদন্তকারী কর্মকর্তা গ্যারি জিন জানিয়েছেন, গির্জার ভেতরে ৭২ বছর বয়সী এক নারী ও ৩২ বছর বয়সী আরেক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজন স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গির্জায় গুলি চালানোর সময় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি; নিহতের পরিবারের সদস্যদের জানানো পর্যন্ত তা গোপন রাখা হবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীর সঙ্গে গির্জার ভেতরে থাকা কিছু ব্যক্তির পূর্বপরিচয় থাকতে পারে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে। লেক্সিংটনের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই গির্জায় এমন সহিংস হামলা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসহিয়ার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, এই অকারণ সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি এবং লেক্সিংটন পুলিশ ও কেনটাকি স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
কেনটাকি অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান এক বিবৃতিতে বলেন, আজ প্রভুর গৃহে সহিংসতা আঘাত হেনেছে। লেক্সিংটনের আইনশৃঙ্খলা বাহিনী ও ধর্মপ্রাণ মানুষদের ওপর এই হামলা গোটা কমনওয়েলথকে স্তব্ধ করে দিয়েছে।