বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মডেল ও স্মার্ট পৌরসভা গড়ে তুলতে শেরপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ৭৩ কোটি ৯৬ লক্ষ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এতে পৌর নাগরিকদের সার্বিক সেবা উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ, পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা হলরুম অডেটোরিয়ামের এই বাজেট অধিবেশনের আয়োজন করা হয়। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিক খান বলেন, শেরপুর পৌরসভাকে একটি আধুনিক, সেবামুখী ও পরিবেশবান্ধব পৌরসভায় রূপান্তরের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটে নিজস্বখাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৬লাখ ১২হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজক্টে থেকে ৩০ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি, লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২৪ কোটি আয় ধরা হয়েছে।
পৌরসভার ওই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সমাজসেবা অফিসার ওবাইদুল হক, যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপস্থিত ছিলেন।