নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছন থেকে সব বগি খুলে গেছে। সোমবার সকাল ১১টার দিকে লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনার ১৫ মিনিট পরে ইঞ্জিনটি এসে আবার খুলে যাওয়া বগি নিয়েরাজশাহী অভিমুখে রওনা দেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে ট্রেনের সব বগি খুলে যায়। পরে ইঞ্জিন এসে আবার বগি নিয়ে রাজশাহী যাত্রা শুরু করে।প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। ১৫ মিনিট
পরে ইঞ্জিন ফিরে এসে আবার বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা শুরু করে। তবে আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ট্রেনের যাত্রী আখি খাতুন বলেন,আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে দেখি বগি রেখে চলে গেছে ইঞ্জিন। ১৫ মিনিট পরে আবার ইঞ্জিন এসে বগি নিয়ে রাজশাহী যাত্রা শুরু করে। আল্লাহর কাছে লাখো কেটি শুকরিয়া যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জীবন বইরাগী বলেন, সকাল ১০টা ৫৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন ভবন অতিক্রম করার সময় ইঞ্জিন পাটিং হয়ে যায়। পরে ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।