সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

চাঁদাবাজদের হুমকিতে ভয় নয়, সরাসরি জানান পুলিশকে: এডিসি জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন



মিরপুর এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, মিরপুরে নির্মাণাধীন ভবন, দোকান, ফুটপাত বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেউ যেন কোনো ধরনের চাঁদা না দেন।

সোমবার(১৪ জুলাই) দুপুরে ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টটিতে তিনি বলেন, “গ্যাংস্টারদের ফোনকল, খামে ভরা বুলেট, কাফনের কাপড় কিংবা কোনো ধরনের হুমকি-ধামকি পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। প্রয়োজনে সেখানে সশস্ত্র ফোর্স মোতায়েন করা হবে।”

এডিসি জাকারিয়া আরও বলেন, “আমাদের লাগাতার অভিযানে ইতিমধ্যে অনেক সন্ত্রাসী এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। জনগণের সাহায্য পেলে এদের আর এলাকায় ফিরতে দেওয়া হবে না।”

পোস্টে তিনি থানায় মামলা করতে গিয়ে যদি কেউ হয়রানির শিকার হন, তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে অনুরোধ করেন।

তিনি নিশ্চিত করেন, “যে কোনো আমলযোগ্য ঘটনায় মামলা নেওয়া হবে এবং পুলিশ সরাসরি অ্যাকশনে যাবে।” এডিসি জাকারিয়ার এ আহ্বান সাধারণ মানুষকে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir